মক্কায় ওমরাহ করতে গিয়ে নিখোঁজ শাহরাস্তির কাজী আহসান কবির



মক্কা, সৌদি আরব – চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা কাজী আহসান কবির গত শনিবার (১৯ অক্টোবর ২০২৪) রাতে ওমরাহ পালনের জন্য মক্কায় পৌঁছান। তবে ২০ অক্টোবর সকালে হোটেল থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় রয়েছেন।


নিখোঁজ ব্যক্তির ছেলে কাজী তোহিদুর রহমান পনির জানান, তার বাবা একা বাইরে বেরিয়ে যাওয়ার পর আর হোটেলে ফিরে আসেননি। হোটেল কর্তৃপক্ষসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

যোগাযোগের জন্য নম্বর:
ইমো: +8801838354737

মক্কা ও আশপাশের এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যদি কাজী আহসান কবিরের খোঁজ পান, তাহলে অবিলম্বে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।