শাহরাস্তিতে ২৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

আটক মৃদুল কান্তি ঘোষ

শাহরাস্তি থানা পুলিশ ২৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত ২১ সেপ্টেম্বর শনিবার দুপুর ২ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তির কালিয়াপাড়া তিন রাস্তার মোড়ে মোঃ জাকির হোসেনের কনফেকশনারী দোকানের সামনে থেকে মৃদুল কান্তি ঘোষ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লার কোতয়ালী থানাধীন জাকুনি পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মৃদুল কান্তি ঘোষ প্রশাসনের নজর এড়িয়ে মাদক ব্যবসা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কুমিল্লা থেকে মদ সংগ্রহ করে তিনি শাহরাস্তিসহ আশপাশের এলাকায় বিক্রয় করতেন।

গ্রেফতারের সময় মৃদুল কান্তির কাছ থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক নির্দেশনায় এবং শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই মোঃ ইসমাইলের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

চাঁদপুর পুলিশ জানায়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।