শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজীর মৃত্যু
শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন নিয়াজীর মৃত্যু।
শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ও শাহরাস্তি উপজেলা বিএনপি'র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী গতকাল ২১ জুলাই বুধবার কুমিল্লা নেয়ার পথে স্ট্রোক করে মৃত্যু বরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ডের বড় বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৩ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির মজুমদারকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
দেলোয়ার হোসেন মিয়াজী ছিলেন শাহরাস্তি বিএনপির নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে শাহরাস্তিতে শোকের ছায়া নেমে আসে।
মিত্যুকালে, তিনি তার স্ত্রী, এক ছেলে সহ তিন মেয়ে রেখে যান।