শাহরাস্তিতে প্রেমিকার সাথে অভিমানে যুবকের আত্মহ'ত্যা

মৃত: সৈকত আহমেদ
প্রেমিকার সাথে অভিমান করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সৈকত আহমেদ (১৮) নামে এক যুবকের আত্মহত্যা। সৈকত হলেন, মেহের মোল্লা বাড়ির সেলিম মোল্লার ছোট ছেলে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ০৯:৩০ মিনিটের সময় নিজ ঘরে সৈকত গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেন।

প্রাথমিকভাবে জানা যায়, তন্নি নামের এক কিশোরীর সাথে সৈকতের দীর্ঘদিনের  প্রেমঘটিত সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে, তন্নি তাদের প্রেমের সম্পর্ক অস্বীকার করে। ধারণা করা হচ্ছে, বিষয়টি সৈকত মেন নিতে পারেনি বলেই হয়ত সে আত্মহত্যা করে।

ঘটনাস্থলে তাৎক্ষনিক তদন্তের জন্য উপস্থিত হন, শাহরাস্তি থানার পুলিশ প্রশাসন। পুলিশ তাৎক্ষনিকভাবে আত্মহত্যার কারণ জানাতে না পারলেও এলাবাসীর ধারনা প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।