চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার উত্তর পাইকাস্তা গ্রামের শাখাওয়াত হোসেন সুমনকে শ্বাস কষ্ট নিয়ে (৬ জুলাই) বিকেলের দিকে চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

পরিবারের অভিযোগ, চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের অক্সিজেন দেয়ার জন্য অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে অক্সিজেন দেয়া হয়নি। ফলে শ্বাসকষ্ট নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমন। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।