করোনামুক্ত শহীদ আফ্রিদি ও তার পরিবার

স্ত্রী ও দুই কন্যাসহ করোনা মুক্ত হয়েছেন শহীদ খান আফ্রিদি। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় তার ভেরিফাইড টুইটার একাউন্টে আফ্রিদি তার ছোট মেয়েকে আদরের চুমু এঁকে দেয়া একটি ছবি পোস্ট এবং তাতে লিখেন: আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এবং কন্যারা, আকসা ও আনশা পজিটিভ হওয়ার পর এখন পুনরায় টেস্ট করিয়েছি। আর কোনো সমস্যা নেই। এই সময়টায় অবিরাম শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের যেন আল্লাহ ভালো রাখেন। এখন পরিবারের কাছে ফেরার সময়, আমি তাকে আঁকড়ে ধরা মিস করেছি।



গত ১৩ জুন করোনা আক্রান্ত হয়েছিলেন আফ্রিদি। সেসময়েও নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন।