বাংলাদেশে লঞ্চডুবির ঘটনায় শোক জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী

মঙ্গলবার (৩০ জুন) এক টুইট বার্তায় তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে শোক জানান।

টুইট বার্তায় তিনি লিখেন, বাংলাদেশে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সরকার ও দেশের জনগণের প্রতি গভীর শোক জানাচ্ছি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করছি।


প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুই তলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। 

সকাল থেকে বিকেল পর্যন্ত চলা টানা অভিযানে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকাজ এখনও চলছে।