শাহরাস্তিতে ভাইয়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যার
পরিবার সূত্রে জানা যায়, আজ (২২ জুন) সকালে আয়েশা আক্তারের সাথে তার ছোট ভাই ফরহাদ হোসেনের (১১) সাথে খাবার নিয়ে ঝগড়া হয়। ঐ সময় ফরহাদ আয়েশাকে ছড় দিয়ে খেলার মাঠে খেলতে চলে যায়।
কিশোরীর মা তাকে বাড়ির উত্তর ঘরের আড়ার সাথে (সিলিং) ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিজেই সেখান থেকে নামিয়ে আনেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শাহরাস্তি থানায় নিয়ে আসে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।