করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে শাহরাস্তিতে ছাত্রলীগের ৪১ সদস্যের কমিটি ঘোষণা


সাংসদ এর  নির্দেশনায়, শাহরাস্তি উপজেলার ছাত্রলীগ নেতা সাজ্জিদ মাহমুদ সাদ্দাম এর নেতৃত্ব শাহরাস্তি তে মৃত করোনা ব্যাক্তির লাশ দাফন করতে ৪১জন  কর্মী  নিয়ে শাহরাস্তি বাসির পাশে ছাত্রলীগ এর "টিম ৪১ " প্রস্তুুত করোনা ভাইরাসে মৃত ব্যাক্তির লাশ দাফন এবং প্রশাসনকে সহযোগিতা করার জন্য এমন মহতি উদ্যেগ গ্রহন করেছে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ
মোবাইলঃ ০১৩১৮৮০০৪৫১

ইউনিয়ন বিক্তিক ছাত্রলীগ  কর্মীদের মধ্যে রয়েছে -

*টামটা উত্তর ইউনিয়ন ছাত্রলীগঃ-
১, কামরুল মুন্সি।
২, হৃদয় পাটোয়ারী।
৩, সোহরাব হোসেন।
৪, আরিফুর রহমান মোল্লা।
৫,আফসার আহমেদ।
৬, জুয়েল মুন্সী।
৭, হাসান পাটোয়ারী।
৮, ফরহাদ দর্জি।

*টামটা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগঃ-
১, বাহাউদ্দীন জুয়েল।
২,ওমর ফারুক জয়।
৩,আশিকুর রহমান আবির।
৪, মাহবুব আলম বাবু।
৫,শাহানূর আলম ইমন
৬,ইব্রাহিম সৈকত মাসুম।

*মেহের উত্তর ইউনিয়ন ছাত্রলীগঃ-
১, মোঃ শরীফ মঞ্জুর।
২,মহিন উদ্দিন বাদশা।
৩, নুরে আলম।
৪, মোঃ মেসো
৫, মোঃ নাহিদ।

*মেহের দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগঃ-
১, মহিন উদ্দীন।

*সৃচিপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগঃ-
১,রাসেল রাজ।
২, এস এ সোহাগ।
৩, কাজী ইমরান।

*সৃচিপাড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ।
১,তারেক হোসেন।
২,মেহেদি হাসান বাপ্পি।
৩,রিয়াজ আহমেদ।

*চিতোষী পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ।
১, রকিবুল হাসান।
২, সফিকুল ইসলাম শান্ত।
৩,হৃদয় খান।
৪,খালেদ আহমেদ।

*চিতোষী পূর্ব ইউনিয়ন ছাত্রলীগঃ-
১, সাইদুল ইসলাম সোহেল।
২,নাজমুল হাসান রাতুল।
৩,শাহরিয়ার শাকিল।
৪,নাসির
৫,এন এস নোমান।

*রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগঃ-
১,মামুন মজুমদার।
২,হাবিবুর রহমান।

*রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ।
১,ইব্রাহিম মাসুম।
২,বাদল চৌধুরী।
৩, মাসুদ আলম।
বিশেষ সূত্রে জানা যায় তাদের প্রয়োজনীয় পিপিই,হ্যান্ডগ্লাভস,মাস্ক, সহ সকল কিছুর ব্যবস্থা

করে দেন চাঁদপুর ৫ শাহরাস্তি হাজীগঞ্জ এর গণমানুষের নেতা "মেজর  (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি