শবে বরাতের ইবাদত ঘরে পালনের নির্দেশ-ইসলামি ফাউন্ডেশনের
করোনা ভাইরাস পরিস্থিতিতে পবিত্র শবে বরাত উপলক্ষে নিজ নিজ বাসস্থানে দোয়া ও নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার (৪ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
পবিত্র শবে বরাতের রাতে মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়, ওয়াজে অংশ নেওয়া, নফল নামাজ আদায়, দোয়ায় অংশ নেওয়া, কবর জিয়ারতসহ বিভিন্ন ইবাদত করেন।
কিন্তু আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার ঘরে ইবাদতের পরামর্শ দেওয়া হয়েছে।