শাহরাস্তির ব্যাংক গুলোতে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব

কালিবাড়ি অগ্রণী ব্যাংক শাখা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

মো সুমনঃ বিশ্ব জুড়ে চলছে করোনা ভাইরাসের তান্ডব। বাদ নেই বাংলাদেশ। ইতিমধ্যে আক্রান্ত সংখ্যা চার হাজার ছুঁই ছুঁই এবং মৃত্যুর সংখ্যা শতক ছাড়িয়ে। অথচ মানছে না সরকার কর্তৃক লকডাউন কিংবা সামাজিক দূরত্ব।

এক‌ই চিত্র দেখা যায় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। প্রশাসনের সকল বাধা দূর করেও ব্যাংকে মানুষের গনজমায়েত। নেই কোন দুরত্ব, একে অপরের সাথে দূরত্ব ছাড়াই সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে দেখে যায়। ঘটনাটি আজ অগ্রণী ব্যাংক শাহরাস্তি শাখার কালিবাড়িতে দেখতে পাওয়া যায়।

এতে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে ব্যাংক কর্মকর্তা সহ ব্যাংকে আসা লোকজন। বিষয়টি শাহরাস্তি উপজেলা প্রশাসনের নজরে আসার প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকরা।