শাহরাস্তিতে বিদ্যুৎ বিপর্যয়! জনজীবনে ভোগান্তি



শনিবার, ২৫ এপ্রিল ২০২০
মোঃ সুমনঃ শাহরাস্তি পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতায় শাহরাস্তি উপজেলার জনসাধারণ বিদ্যুৎ ভোগান্তিতে অতিষ্ঠ। হালকা বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কিংবা বৃষ্টি শুরু হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
বিদ্যুৎ এক বার গেলে আর সহজে আসে না। ঝড়- তুফান কিংবা বাতাস বইছে না তবু বিদ্যুৎ লোড শেডিং। দিন রাত বিদ্যুৎ হীন জনজীবন কাটাতে হচ্ছে শাহরাস্তিবাসী  কে।


বর্তমান সময়ে লক ডাউন থাকার কারণে সকল দোকানপাট স্কুল-কলেজ , কল-কারখানা বন্ধ রয়েছে, এতে বিদ্যুতের চাপও অনেক কম, তবুও বিদ্যুৎতের  এই বেহাল দশায় জনজীবনে বিপর্যস্ত। এতে বাড়িতে থাকা  স্কুল কলেজে পড়ালেখা করা শিক্ষার্থীদের পড়াশোনায় বেগ পেতে হচ্ছে 
দ্রুত এই সমস্যার সমাধান চায় শাহরাস্তি বাসী।