আবিদা সুলতানাকে নিয়ে গুজব! ক্ষোভ প্রকাশ করলেন শাহরাস্তি আওয়ামী'লীগ

শিক্ষামন্ত্রীর সাথে আবিদা সুলতানা 
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
করোনা নিয়ে চলছে নোংরা রাজনীতি! আর সেই অপরাজনীতির শিকার আবিদা সুলতানা।
গত ১৪ এপ্রিল মঙ্গলবার, দেশের এই কঠিনতম অবস্থায় দায়িত্ব নিতে গিয়ে অপরাজনীতির শিকার চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান- আবিদা সুলতানা

স্থানীয় সূত্রে জানা যায় চাঁদপুর সদর উপজেলায় বড় ধরনের কোনো গুদামঘর না থাকায়, উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানের অনুরোধ রাখতে (জিআর) এর বরাদ্দকৃত ২ টন চাউল তিনি তার নিজ বাসায় রাখেন।

পরক্ষণে এলাকায় অপবাদ ও গুঞ্জন শুনে নিজ উদ্যোগে আবার চালগুলো চেয়ারম্যান মহোদয় কে ফেরত পাঠান।
এরপর চাঁদপুরের কয়েকটি নিউজ পোর্টাল সাইট সহ অন্যান্য কিছু সংবাদ মাধ্যম,  সংবাদের সত্যতা যাচাই না করেই তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেন।

গোপন সূত্রে জানা যায়, আবিদা সুলতানা মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনির খুব কাছের লোক হওয়ায় তার এই উদারতার সুযোগ নিয়ে, নিজ দলের কিছু সংখ্যক নেতা মাননীয় মন্ত্রীর কাছে তার সুনাম নষ্ট করার জন্য এই কাজটি করেন। এছাড়াও শিক্ষামন্ত্রীর সুনাম ক্ষুন্ন করার জন্য সহজ বিষয়টিকে বিভিন্ন দিকে ধাবিত করেন কিছু নেতা কর্মী।
এতে চাঁদপুর শহর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

তারা মনে করেন, কোন এক কুচক্রীমহল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরের সুনাম নষ্ট করার জন্য এই কাজটি করেছেন।