এক নজরে শাহরাস্তি উপজেলা
শাহরাস্তি বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।
স্থানাঙ্কঃ ২৩°১৩′৩২″ উত্তর ৯০°৫৬′৫১″ পূর্ব
দেশঃ বাংলাদেশ
বিভাগঃ চট্টগ্রাম বিভাগ
জেলাঃ চাঁদপুর জেলা
আসনঃ চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ)
সরকারঃ
উপজেলা নির্বাহী অফিসারঃ শিরিন আক্তারআয়তন
আয়তনঃ মোট ১৫৪.৮৩ কিমি (৫৯.৭৮ বর্গমাইল)
জনঘনত্বঃ ১৬০০/কিমি (৪২০০/বর্গমাইল)
সাক্ষরতার হারঃ মোট ৭২.৩%
পোস্ট কোডঃ ৩৬২০
প্রশাসনিক বিভাগের কোডঃ ২০ ১৩ ৯৫
ওয়েবসাইটঃ
অবস্থান ও আয়তনঃ
শাহরাস্তি উপজেলার উত্তরে কচুয়া উপজেলা, পশ্চিমে হাজীগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলাররামগঞ্জ উপজেলা ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলা, পূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম উপজেলা এবং উত্তর-পূর্বে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা অবস্থিত। এ উপজেলার আয়তন ১৫৪.৮১ বর্গ কিলোমিটার (৩৮,২৫৫ একর)।
প্রশাসনিক এলাকাঃ
শাহরাস্তি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন।
ইতিহাসঃ
১৯৮৩ সালে তৎকালীন আই,জি মোঃ হোসাইন আহাম্মদ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ডঃ ছাত্তারের প্রচেষ্টায় হাজীগঞ্জ থানা/উপজেলা পূর্ব অংশ নিয়ে শাহরাস্তি উপজেলার যাত্রা শুরু হয়। ৯ টি ইউনিয়ন নিয়ে সৃষ্টি এ উপজেলা বাংলাদেশে আগত ৩৬০ জন আওলিয়ার মধ্যে হযরত শাহরাস্তি (রহ.) এর মাজার অবস্থিত। এতে উক্ত উপজেলার সাধারণ মানুষ এ উপজেলার নাম হযরত শাহরাস্তির (রহ.)নামানুসারে করার সমর্থন দেন। সেই থেকে এটি শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়।
জনসংখ্যার উপাত্তঃ
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি উপজেলার মোট জনসংখ্যা ২,২৯,১১৮ জন। এর মধ্যে পুরুষ ১,০৬,৭০০ জন এবং মহিলা ১,২২,৪১৮ জন। মোট পরিবার ৪৬,১৩৯টি। এখানকার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ১.১৫%।
কৃতী ব্যক্তিত্বঃ
রফিকুল ইসলাম (বীর উত্তম)
রৌশন আরা বেগম
ডা. এম এ সাত্তার
মোহাম্মদ হান্নান (বিচারক)
বিবিধঃ
এ উপজেলার আয়তন ১৫৪.৩১ বর্গ কি. মি। নির্বাচনী এলাকা হলো ২৬৪, চাঁদপুর -৫। মোট ইউনিয়নের সংখ্যা ১০টি, হাট বাজার ২৯টি, ব্যাংক১৩টি
দর্শনীয় স্থানসম্পাদনাঃ
শ্রী শ্রী মেহার কালীবাড়ী
শাহরাস্তি (রহ.) মাজার
খিলা বাজার ব্রীজ
নাওড়া মঠ
সাহাপুর রাজবাড়ি
চিকটিয়া ব্রীজ
নাটেশ্বর রায়ের দিঘি
রাগৈ মসজিদ
নোয়াগাঁও ঐতিহাসিক বড় বাড়ি জামে মসজিদ
ডাকাতিয়া নদী।
শিক্ষাঃ
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি উপজেলার সাক্ষরতার হার ৬২.৭%।
শিক্ষা প্রতিষ্ঠানঃ
শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়
চাঁদপুর হোমোপ্যাথিক মেডিকেল কলেজ
মেহের ডিগ্রি কলেজ
সূচীপাড়া ডিগ্রি কলেজ
করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজ
ভোলদিঘী কামিল মাদ্রাসা
নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
ওয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়
মেহার উচ্চ বিদ্যালয়
পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়
সূয়াপাড়া জি.কে. উচ্চ বিদ্যালয়
রাগৈ উচ্চ বিদ্যালয়
খিলাবাজার স্কুল এন্ড কলেজ
টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়
বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়
দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
উনকিলা উচ্চ বিদ্যালয়
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়
উঘারিয়া ইউ. সি. উচ্চ বিদ্যালয়
দেবকরা মারগুবা ডঃ শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়
বানিয়াচোঁ জে বি উচ্চ বিদ্যালয়
বিজয়পুর উচ্চ বিদ্যালয়
ফটিকখিরা এস,এ বালিকা উচ্চ বিদ্যালয়
মনিরা আজিম একাডেমী
চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়
ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়
ইছাপুরা উচ্চ বিদ্যালয়
হোসেনপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
জনতা উচ্চ বিদ্যালয়
পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়
নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়
ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়
শাহরাস্তি চিশতীয়া আলিম মাদ্রাসা
শাহরাস্তি মডেল স্কুল
বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়
শাহরাস্তি ল্যাবরেটরি স্কুল।
তথ্যসূত্রঃ Wikipedia